-
একাউন্ট নিবন্ধন করুন -
অনলাইন আবেদন ফরম ২০১ -
একাউন্ট এক্টিভেশন করুন -
নথির অবস্থা জানুন -
ব্যবহার বিধি -
বিশেষ প্রকল্পের ফলাফল অনুসন্ধান
ক. আবেদনকারীকে চউক এর অফিসিয়াল ওয়েব সাইট এর অনলাইন আবেদন ফরম চিহ্নিত আইকনে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে এবং নগর পরিকল্পনাবিদ অথবা পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণের স্ব স্ব দপ্তরে অনলাইন আবেদনের রেফারেন্স, প্রয়োজনীয় অন্যান্য দলিলাদি ও নকশাসহকারে ভূমি ব্যবহার ছাড়পত্রের আবেদন গ্রহণ করা হবে প্রতি মাসের ১ ও ২ তারিখ এবং ১৬ ও ১৭ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে বেলা ১.০০ ঘটিকার মধ্যে। তবে সরকারী ছুটি জনিত কারণে পরবর্তী কার্যদিবসে আবেদন গ্রহণ করা হবে।
খ. আবেদনকারী কিংবা আবেদনকারী কর্তৃক নিয়োজিত উপযুক্ত প্রতিনিধি কর্তৃক আবেদন জমা প্রদান করতে হবে। আবেদনপত্র দাখিলকালে নিয়োজিত প্রতিনিধিকে লিখিতভাবে মনোনীত করতে হবে। আবেদন পত্রে মনোনীত ব্যক্তির স্বাক্ষর প্রদান করতে হবে।
গ. আবেদনকারীর নাম এবং ভোটার আইডি/জাতীয় পরিচিতি নম্বর দাখিলকৃত নকশায় মূদ্রিত থাকতে হবে।
ঘ. জমির মালিকানা সংক্রান্ত ফিরিস্তি দাখিল করতে হবে। ফিরিস্তি দাখিলের একটি নমুনা ফর্ম চউক ওয়েব সাইটে সংরক্ষিত থাকবে।
ঙ. আবেদনের সাথে প্রয়োজনীয় দলিলাদির মধ্যে অবশ্যই মালিকানাধীন জমির হালনাগাদ বি.এস খতিয়ান থাকতে হবে।
চ. আবেদনের সাথে দাখিলকৃত নকশাটি অবশ্যই উপযুক্ত সার্ভেয়ার অথবা সার্ভে প্রতিষ্ঠান দ্বারা ডিজিটাল পদ্ধতিতে প্রণীত হতে হবে, যা আবেদনকারীর নিয়োজিত স্থপতি/প্রকৌশলী কে চউক ও তাদের স্ব স্ব পেশাজীবি সংগঠনের তালিকাভুক্ত ব্যক্তি দ্বারা প্রত্যায়িত হতে হবে।
ছ. দাখিলকৃত আবেদনের সাথে আবেদনকারী এবং তার নিয়োজিত কারিগরী ব্যক্তিবর্গের মোবাইল নাম্বার এবং ই-মেইল (যদি থাকে) প্রদান করতে হবে।
জ. অসম্পূর্ণ আবেদন, আপর্যাপ্ত দলিল, অসম্পূর্ণ লোকেশান ম্যাপ বা ভুল তথ্য সম্বলিত আবেদন কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না।